আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৫টির বা ৪৬.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৩০ টাকায়। আর বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৬৭ শতাংশ, ফাইন ফুডসের ৯.৩১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৮.৮২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮.৭৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮.৩৬ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.১৭ শতাংশ বেড়েছে।