1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সাত কোটি টাকা কর দিলেন অর্থমন্ত্রী
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম

সাত কোটি টাকা কর দিলেন অর্থমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

জাতীয় আয়কর মেলা ২০১৯ শুরু হয়েছে দেশব্যাপী। আজ বৃহস্পতিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রীর পরেই ৭ কোটি ৬ লাখ টাকা কর দিয়েছেন অর্থমন্ত্রী।

কর প্রদান করে অর্থমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে একবার পর দিলে আর বের হতে পারবেন না। এটা ঠিক নয়। এখন থেকে কোনো অনিয়ম হবে না। দেশের উন্নয়নে সবাইকে কর দিতে হবে।

আয়কর মেলায় অর্থমন্ত্রী তার পরিবারের পক্ষ থেকে সাত কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা কর দিয়েছেন। মন্ত্রী ব্যক্তিগতভাবে কর দিয়েছেন ৯২ লাখ টাকা। মেয়ের পক্ষ থেকে কর দিয়েছেন ৮২ লক্ষ টাকা।

আয়কর মেলায় ১৫০ কোটি টাকা করে দিয়েছে গ্রামীণফোন। আর ১০০ কোটি টাকা কর দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

দেশের সব বিভাগীয় শহরসহ ৬৪ জেলা ও ৫৬ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়কর মেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন এবং আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ