1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উত্থানে পুঁজিবাজার, বেড়েছে সূচক
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

উত্থানে পুঁজিবাজার, বেড়েছে সূচক

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
DSE-CSE

গতকাল রবিবারের মতো সোমবারও (০৭ সেপ্টেম্বর) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ ডিএসইতে ডিএসইএক্স ১০.৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.০৭ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৪.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪২.৬৮, ১৭২৩.৯১ ও ১০০৬.৯৭ পয়েন্টে।

এদিকে ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার।

এছাড়া ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির বা ৩৬.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮২টির বা ৫০.৯৮ শতাংশের এবং ৪৫টি বা ১২.৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৯.১৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ