পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে,আগামী ৯ সেপ্টেম্বর বুধবার কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
এছাড়া আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট বিএসইসি অনুমোদনের পর জানানো হবে। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।