পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের এক উদ্যোক্তা ৭০ লাখ শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির উদ্যোক্তা মাহবুবুর রহমান তার কাছে থাকা ১ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ২০৫টি শেয়ারের মধ্য থেকে ৭০ লাখ শেয়ার তার স্ত্রী মিসেস হামিদা রহমানের কাছে উপহার হিসাবে হস্তান্তর করবেন।
এদিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন উদ্যোক্তা মাহবুবুর রহমান।