1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০৩ এএম

উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
dse-cse-1

গত বৃহস্পতিবারের মতো আজও (০৬ সেপ্টেম্বর) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ ডিএসইতে ডিএসইএক্স ২০.৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৪২ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭১৬.৮৩ ও ১০০২.৮৭ পয়েন্টে। অপর সূচক শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৪১.০৩ পয়েন্টে।

এদিকে ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকার।

এছাড়া ডিএসইতে আজ ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪১টির বা ৪০.২৯ শতাংশের এবং ৩৪টি বা ৯.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২০.২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ