1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বিডি ফাইন্যান্সের
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পিএম

সপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বিডি ফাইন্যান্সের

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
bd-finance

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির (বিডি ফাইন্যান্স) পর্ষদ বোনাস শেয়ার থেকে বেরিয়ে ২০১৯ সালের ব্যবসায় নগদ লভ্যাংশে ফিরেছে। এছাড়া লভ্যাংশের পরিমাণও বেড়েছে। এমন ইতিবাচক খবরে কোম্পানিটির শেয়ার দরে বড় পরিবর্তন হয়েছে। যা কোম্পানিটিকে গত সপ্তাহে (৩১ আগস্ট- ৩ সেপ্টেম্বর) দর বৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ আগস্ট বিকালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যে কোম্পানিটির পর্ষদ এর আগের ৪ বছর ১০ শতাংশ করে বোনাস শেয়ার দিয়েছে। কোম্পানিটির লভ্যাংশের পাশাপাশি চলতি বছরের ১ম প্রান্তিকে মুনাফায় উত্থান হয়েছে। আগের বছরের ১ম প্রান্তিকের ০.০৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) এ বছরের ১ম প্রান্তিকে বেড়ে হয়েছে ০.৩৫ টাকা। তবে দ্বিতীয় প্রান্তিকে ০.১৮ থেকে কমে ০.১২ টাকা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে বিডি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৯.৬৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিকে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৪.০২ শতাংশ, জিকিউ বলপেনের ২৭.৫৬ শতাংশ, সালভো কেমিক্যালের ২৬.৬৭ শতাংশ, বিডিকম অনলাইনের ২২.৭১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২২.৩৭ শতাংশ, এবি ব্যাংকের ২২.২২ শতাংশ, আজিজ পাইপসের ২০.৮৮ শতাংশ, বে লিজিংয়ের ২০.৬৭ শতাংশ ও হাক্কানি পাল্পের ২০.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ