1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ এএম

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
DSE-CSE

গতকাল মঙ্গলবার পতন হলেও বুধবার (০২ সেপ্টেম্বর) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৪২৪ কোটি টাকা বেশি হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ ডিএসইতে ডিএসইএক্স ২৯.৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯১.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৮.২৪ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৭.৩৩, ১৭১৪.৬৫ ও ৯৯৯.৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪২৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির বা ৪৫.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৮৫ শতাংশের এবং ৪২টি বা ১১.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৭.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৬.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ সিএসইতে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ