1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লোকসানে থাকা ইমাম বাটনের উৎপাদন বন্ধ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ এএম

লোকসানে থাকা ইমাম বাটনের উৎপাদন বন্ধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
Imam-Button

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায় লোকসানে থাকা ইমাম বাটনের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ক্রেতাদের ক্রয়াদেশ না থাকার কারনে কোম্পানি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইমাম বাটন কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন, পর্যাপ্ত আয়ের অভাবে ২০১১ সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে। এছাড়া বিক্রির স্বল্পতার কারনে উৎপাদন সক্ষমতার সন্তোষজনক ব্যবহার করা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় করোনা মহামারিতে বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যে কারনে চলতি বছরের এপ্রিল মাস থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫১ টাকা। আগের অর্থবছরের একইসময়ে এই লোকসানের পরিমাণ ছিল ০.২৯ টাকা। এ হিসেবে লোকসান বেড়েছে ০.২২ টাকা বা ৭৬ শতাংশ।

উল্লেখ, ‘জেড’ ক্যাটাগরির ইমাম বাটনের শেয়ার দর বুধবার (২৬ আগস্ট) লেনদেন শেষে দাড়িঁয়েছে ৩৭ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ