1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জিরো কূপন বন্ড অনুমোদন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১২ পিএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জিরো কূপন বন্ড অনুমোদন

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
Standard-Chartered-bank

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশকে ৮৫০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল আনসিকিউরড জিরো কূপন বন্ড অনুমোদন করেছে।

বুধবার (২৬ আগস্ট) বিএসইসির ৭৩৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কূপন বন্ড। যার ডিসকাউন্ট রেট ৪% থেকে ৫%। জিরো কূপন বন্ডটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ, কর্পোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড কোম্পানির লিকুইডিটি জেনারেট এর মাধ্যমে অনগোইং ফাইন্যান্সিংরিকুয়ারমেন্টস পূরণ করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ