পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র মতে, হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেড সঠিক সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দিতে পারায় আইপিও বাতিল করা হয়। তবে ২০২০ সালের আর্থিক প্রতিবেদন দিয়ে আবারও আবেদন করার সুযোগ পাবে কোম্পানিটি।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।