1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের পূর্বঘোষিত লভ্যাংশ অনুমোদন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পিএম

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের পূর্বঘোষিত লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
Islami-Bank

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য পূর্বঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।

প্রাপ্ত তথ্যমতে, ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি এন্ড ট্রেড-এর প্রতিনিধি ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকরা সভায় যুক্ত ছিলেন।

এছাড়াও সভায় যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ।

উল্লেখ্য,সভায় ২০১৯ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ