আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৪ হাজার ৬৯৫ বারে ১ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ১৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৫৯ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৫২ বারে ৪ লাখ ২৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১০৫ বারে ৩ লাখ ৭৮ হাজার ২৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তাছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১০ শতাংশ, ইন্দো বাংলার ৯ দশমিক ৭৮ শতাংশ, আইএফআইসির ৯ দশমিক ৬৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৯ দশমিক ৫৭ শতাংশ, একটিভ ফাইনের ৯ দশমিক ৪৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৯৯ শতাংশ ও সিটি ব্যাংকের ৮ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।