1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এপ্রিল ও মে মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

এপ্রিল ও মে মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
Bb-Dse

মহামারী করোনাভাইরাসের কারনে এপ্রিল ও মে মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির এক বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দলকে এ তথ্য জানান।

জানা গেছে,বৈঠকে অংশ নেওয়া ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, আজকের বৈঠকে আমরা ৬ মাসের জন্য মার্জিণ ঋণের সুদ মওকুফ দাবি করি। এর আলোকে গভর্ণর জানিয়েছেন, ইতিমধ্যে এপ্রিল ও মে মাসের মার্জিণ ঋণের সুদ মওকুফ করা হয়েছে।

ডিএসইর এই পরিচালক বলেন, ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা নিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আয়োজিত বৈঠকে আলোচনা করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে ব্রোকারেজ হাউজগুলোর জন্য ১ বছরের সহজ শর্তে ঋণ দাবি করেছি। যা বাংলাদেশ ব্যাংকের হাতে নেই বলে গভর্ণর জানিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে।

এছাড়া বৈঠকে ডিএসইর প্রতিনিধি দলে অংশ নেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ