পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন খাতের কোম্পানির রিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড: আগামী ২০ আগস্ট বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: আগামী ২৩ আগস্ট বিকাল ৫টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের এবং ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ২০ আগস্ট বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ২০ আগস্ট বিকাল ৫টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনা করা হবে।