1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নগদ লভ্যাংশে পুঁজিবাজারে বীমা খাতের আধিপত্য
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

নগদ লভ্যাংশে পুঁজিবাজারে বীমা খাতের আধিপত্য

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
Insurance

দেশের ব্যাংকের সঙ্গে সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর পর্ষদও ২০১৯ সালের ব্যবসায় বোনাসের চেয়ে বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ পর্যন্ত লভ্যাংশ ঘোষনা করা সবগুলো বীমা কোম্পানির পর্ষদই নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। এছাড়া নগদের পাশাপাশি ৭টির পর্ষদ বোনাস শেয়ার সুপারিশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৭টি বীমা কোম্পানির মধ্যে ২০১৯ সালের ব্যবসার ভিত্তিতে ৩৯টি বীমা কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ সুপারিশ করেনি। বাকি ৩৬ কোম্পানি থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৪৬ কোটি ৩৩ লাখ টাকার নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

বীমা কোম্পানিগুলোর আকার বা পরিশোধিত মূলধন ব্যাংক ও লিজিং কোম্পানি থেকে অনেক ছোট। যে কারনে নগদ লভ্যাংশের পরিমাণও কম। তবে পরিশোধিত মূলধনের তুলনায় লভ্যাংশের হার কম না।

এ বছর এখন পর্যন্ত ৭টি বীমা কোম্পানির পরিচালনা পর্ষদ নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো সর্বমোট ১ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ৩৪০টি বোনাস শেয়ার ঘোষণা করেছে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

নিম্নে ২০১৯ সালের ব্যবসায় ৩৯ বীমা কোম্পানির লভ্যাংশের তথ্য তুলে ধরা হল-

বীমা কোম্পানির নাম২০১৯ সালের লভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)বোনাস শেয়ারের সংখ্যান্যাশনাল লাইফ২৮% নগদ৩০.৩৯ 

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স২৫% নগদ২৬.২৯

প্রগতি ইন্স্যুরেন্স২২% নগদ১৪.৪৩

পাইওনিয়ার ইন্স্যুরেন্স২০% নগদ১৪

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স১৫% নগদ ও ৫% বোনাস১৩.৩১৪৪৩৮০১৫

সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স১২% নগদ১৩.১৬

পপুলার লাইফ২০% নগদ১২.০৯

ইস্টার্ন ইন্স্যুরেন্স২০% নগদ৮.৬২

রূপালি ইন্স্যুরেন্স১০% নগদ৭.৬৭

নিটল ইন্স্যুরেন্স১৫% নগদ৬.০৩

ঢাকা ইন্স্যুরেন্স১৫% নগদ৬.০২

বিজিআইসি১১% নগদ৫.৯৪

পূরবী জেনারেল১০% নগদ৫.৫৩

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স১২% নগদ৫.৩১

ইউনাইটেড ইন্স্যুরেন্স১১% নগদ৪.৯০

ফনিক্স ইন্স্যুরেন্স১২% নগদ৪.৮৪

এশিয়া ইন্স্যুরেন্স১০% নগদ৪.৭১

কর্ণফুলি ইন্স্যুরেন্স১০% নগদ৪.৪৯

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স১০% নগদ৪.৩৩

নর্দার্ণ ইন্স্যুরেন্স১০% নগদ৪.২৭

তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স১০% নগদ৪.২৬

এশিয়া প্যাসিফিক১০% নগদ৪.২৪

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স৫% নগদ ও ৫% বোনাস৩.৮৮৩৮৭৭৯৭৪

সোনারবাংলা ইন্স্যুরেন্স১০% নগদ          ৩.৭৮

পিপলস ইন্স্যুরেন্স৮% নগদ৩.৭০

প্রভাতি ইন্স্যুরেন্স১২% নগদ৩.৫৬

সিটি জেনারেল ইন্স্যু:৫% নগদ৩.৪১

ফেডারেল ইন্স্যুরেন্স৫% নগদ৩.৩৮

সেন্ট্রাল ইন্স্যুরেন্স৭% নগদ ও ৫% বোনাস৩.৩০২৩৫৪১৪৫

প্রগতি লাইফ২০% নগদ৩.০৭

রিপাবলিক ইন্স্যুরেন্স৭% নগদ ও ৭% বোনাস৩.০৩৩০৩৩৬৯৭

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স৭% নগদ৩.০২

অগ্রণী ইন্স্যুরেন্স১০% নগদ৩.০২

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স৫% নগদ ও ৫% বোনাস১.৯১১৯০৫০০৫

ইসলামী ইন্স্যুরেন্স৫% নগদ ও ৫% বোনাস১.৭৮১৭৮২০৪৪

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স২% নগদ ও ২% বোনাস০.৬৬৬৬৪৪৬০

প্রাইম ইন্স্যুরেন্স০০  পদ্মা লাইফ০০  সানলাইফ ইন্স্যুরেন্স০০  মোট.২৪৬.৩৩১৮০৫৫৩৪০

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ