1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লেনদেনে চার কোম্পানির রেকর্ড
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পিএম

লেনদেনে চার কোম্পানির রেকর্ড

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

পতনের বাজারে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার তালিকাভুক্ত চার কোম্পানি লেনদেনে রেকর্ড করেছে। গত দুই বছরের মধ্যে কোম্পানিগুলোর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো-আইএফআইসি ব্যাংক, ফাস ফাইন্যান্স, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন লেনদেনের শুরুতেই কোম্পানি ৪টির শেয়ারে বিনিয়োগকারীরা বাই মুডে থাকেন। ফলে লেনদেনের কিছুক্ষণের মধ্যে ৪টি কোম্পানির শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর স্পর্শ করে হল্টেড হয়ে যায়। হল্টেড প্রাইসে কোম্পানিগুলোর লাখ লাখ শেয়ারের ক্রেতা জমায়েত হতে থাকে। এ সময় বিক্রেতাদের দেখা যায় না। তবে বাজার যখন নেতিবাচক প্রবণতার দিকে যেতে থাকে, তখন কোম্পানিগুলোর বিক্রেতারা জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে হল্টেড ছুটে যায়।

আইএফআইসি ব্যাংক: আএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৩৮ হাজারের বেশি। গত দুই বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ১ কোটি ৯৩ লাখ ৯৭ হাজারের বেশি। কোম্পানিটির আজ দর বেড়েছে ৫.২৬ শতাংশ। লেনদেনের এক পর্যায়ে কোম্পানিটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হলেও কিছুক্ষণ পর বিক্রেতাদের চাপে হল্টেড ছুটে যায়। দিনশেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১.৪০ টাকা। গতকাল ক্লোজিং দর ছিল ১০.৮০ টাকা।

ফাস ফাইন্যান্স : ফাস ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৯৬ লাখ ৭ হাজারের বেশি। গত দুই বছরের মধ্যে এটি কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১৩ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৬৯ লাখ ৩৯ হাজারের বেশি। কোম্পানিটির আজ দর বেড়েছে ৩.০৮ শতাংশ। লেনদেনের ৫ মিনিটের মাথায় কোম্পানিটির শেয়ার ৬.৯০ টাকায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যা্য়। তবে বাজার যখন নেতিবচাক প্রবণতায় ফিরে আসে তখন হল্টেড ছুটে যায়। দিনশেষে এর ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৬.৫০ টাকা। গতকাল ক্লোজিং প্রাইস ছিল ৬.৩০ টাকা।

এশিয়া প্যাসেফিক: এশিয়া প্যাসেফিকের শেয়ার লেনদেন হয়েছে ৬০ লাখ ৯০ হাজারের বেশি। গত দুই বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ২৩ লাখ ৮২ হাজারের বেশি। কোম্পানিটির আজ দর বেড়েছে ৮.৯১ শতাংশ। দিনের মধ্যভাগে কোম্পানিটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায় এবং লেনদেনের শেষ পর্যন্ত হল্টেড অবস্থায় ছিল। আজ এর ক্লোজিং প্রাইস হয়েছে ৩৫.৯০ টাকা। গতকাল ক্লোজিং প্রাইস ছিল ৩২.৭০ টাকা।

সিলভা ফার্মা: সিলভা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজারের বেশি। গত দুই বছরের মধ্যে এটি এর সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ৪ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৬৩ লাখ ৫৩ হাজারের বেশি। কোম্পানিটির আজ দর বেড়েছে ৮.২৯ শতাংশ। লেনদেনের এক পর্যায়ে কোম্পানিটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেলেও পরে হল্টেড ছুটে যায়। দিনশেষে এর ক্লোজিং প্রাইস দাঁড়ায় ২২.৯০ টাকা। গতকাল ক্লোজিং প্রাইস ছিল ২১ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ