পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ফুওয়াং সিরামিকস, আরামিট সিমেন্ট এবং এমারেল্ড অয়েল।
প্রাপ্ত তথ্যমতে, ফুওয়াং সিরামিকসের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ০.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১০ লাখ ২৭ হাজার ৮০০ শেয়ার ৩৩৫ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৬২ হাজার টাকা।
আরামিট সিমেন্টের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ১.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৫.৪০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৪৫ হাজার ৬৩৪ শেয়ার ১০২ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৬ লাখ ৮৬ হাজার টাকা।
এছাড়া এমারেল্ড অয়েলের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ১.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩.২০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ৮২ হাজার ৩৬৩ শেয়ার ১৮৭ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২৩ লাখ ৫৯ হাজার টাকা।