1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
২ ডজন কোম্পানির বিক্রেতা ‘উধাও’
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম

২ ডজন কোম্পানির বিক্রেতা ‘উধাও’

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
up---

দেশের পুঁজিবাজারে সু-বাতাস বইতে শুরু করেছে । প্রতিদিনই বাড়ছে মূল্যসূচক ও লেনদেন। এতে বড় লোকসান কাটিয়ে মুনাফার দেখা পাচ্ছেন কিছু বিনিয়োগকারী।

প্রায় দেড় মাস ধরে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও দুই সপ্তাহ ধরে পুঁজিবাজার চাঙ্গা হয়েছে উঠেছে। একদিকে সূচকের বড় উত্থান হচ্ছে, অন্যদিকে তারল্য সংকট কাটিয়ে লেনদেনের গতিও বেড়েছে বেশ। এতে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে শুরু করেছে। এমনকি বাড়তি দামেও কিছু কিছু প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছে না বিনিয়োগকারীদের একটি অংশ।

রোববার দফায় দফায় দাম বাড়ার পরও দুই ডজনের বেশি কোম্পানির শেয়ারের বিক্রেতা এক প্রকার উধাও। এর মধ্যে এক হালি কোম্পানির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। এছাড়া ২২টি কোম্পানির শেয়ার সর্বোচ্চ দামের কাছাকাছি চলে যায়।

দাম বাড়ার সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়া কোম্পানির তালিকায় ‘জেড’ গ্রুপের পচা কোম্পানিও রয়েছে। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়া তুং হাই নিটিংয়ের শেয়ার এদিন কিছু বিনিয়োগকারীর কাছে এতোটাই দামি হয়ে ওঠে, দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার পরও তারা তা বিক্রি করতে চাননি। ফলে সর্বোচ্চ দাম বেড়ে লেনদেন শেষ হওয়ার আগেই তা হল্টেড হয়ে যায়।

হঠাৎ বিনিয়োগকারীদের কাছে দামি হয়ে ওঠা তু্ং হাই নিটিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। তালিকাভুক্তির বছরে অর্থাৎ ২০১৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর ২০১৬ সালে আবার ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি।

পচা এই কোম্পানির পাশাপাশি রোববার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে নিটল ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং এবং দেশ গার্মেন্টস। এছাড়া আরও ২২টি প্রতিষ্ঠানের দাম বাড়ার সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে এসেছে। এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম ৯ শতাংশের ওপর বেড়েছে।

এর মধ্যে রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যালস, এমজেএল বাংলাদেশ, আমান কটন ফাইবার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, শাইনপুকুর সিরামিক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, বিচহ্যাচারি, ফ্যামিলি টেক্স, সাভার রিফ্র্যাক্টরিজ, ঢাকা ডাইং, সেলভো কেমিক্যাল, বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফু-ওয়াং সিরামিক, অ্যারামিট সিমেন্ট, এস এস স্টিল, তাল্লু স্পিনিং এবং সন্ধানী লাইফ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ