1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পিএম

উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
DSE-CSE

সোমবারের মতো মঙ্গলবারও (০৪ আগস্ট) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৯.১০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৫৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.০৯ এবং সিডিএসইটি ৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৯.৭১ পয়েন্টে, ১৪৫৪.৮৮ এবং ৮৪৫.৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ কোটি ২৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭২ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির বা ৪১.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৬টির বা ৩২.৭৬ শতাংশের এবং ৯১টির বা ২৫.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৮৬.৬৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ৮৬টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ