1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অর্থ মন্ত্রনালয়ের চার কর্মকর্তা পুঁজিবাজারের দায়িত্ব পেলেন
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পিএম

অর্থ মন্ত্রনালয়ের চার কর্মকর্তা পুঁজিবাজারের দায়িত্ব পেলেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
ortho-montronaloy

পুঁজিবাজার সার্বিকভাবে দেখভালের জন্য অর্থ মন্ত্রনালয়ের চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে পুঁজিবাজারের কার্যক্রম সুষ্ঠু সমন্বয়ের জন্য দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব আব্দুল্যাহ হারুন পাশা ও যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন। এছাড়া আব্দুল্যাহ হারুন পাশার বিকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মো: জাফর ইকবাল। এছাড়া ড. নাহিদ হোসেনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মৃত্যুঞ্জয় সাহা। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন ও কল্যান শাখার উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, উল্লেখিত কর্মকর্তাগণ পুঁজিবাজার অর্থাৎ বিএসইসি ও বিআইসিএম, এক্সচেঞ্জ ও আইসিবি’র কার্যক্রম দেখভাল করবেন। পুঁজিবাজার ছাড়াও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (লিজিং কোম্পানি) এবং ইনোভেশন (চীফ ইনোভেশন অফিসার ও ইনোভেশন টিম প্রধান) দায়িত্ব পালন করবেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ