1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডেল্টা স্পিনার্সে স্বতন্ত্র পরিচালক ও পরিচালক নিয়োগ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৫৭ এএম

ডেল্টা স্পিনার্সে স্বতন্ত্র পরিচালক ও পরিচালক নিয়োগ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
Delta Spin

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ডেল্টা স্পিনার্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল কাদির ভূঁইয়া, পিএইচডি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পক্ষ থেকে নমিমী পরিচালক হিসেবে ব্যাংকটির মহা-ব্যবস্থাপক আব্দুল বাকুইকে নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মো. শামসুল হক দুই মেয়াদে তার দায়িত্ব পালন করেছেন। তাই নিয়মানুযায়ী স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. আব্দুল কাদির ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ডেল্টা স্পিনার্সের ঋণদাতা প্রতিষ্ঠান বিডিবিএলের নমিনী হিসেবে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির মহা-ব্যবস্থাপক আব্দুল বাকুই।

এছাড়া কোম্পানির নিয়মানুযায়ী প্রফেসর ড. আব্দুল কাদির ভূঁইয়া প্রতিষ্ঠানটির অডিট কমিটি ও এনআরসি কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ