পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড দ্বিগুণ প্রিমিয়ামে রাইট শেয়ার ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়দুল্লাহ আল মাসুদ রাইট শেয়ার ছাড়ার বিষয়ে অর্থমন্ত্রনালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে।
অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রূপালী ব্যাংক ২আর:১ (একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার) অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের মূল্য ২০ টাকা প্রিমিয়ামসহ মোট ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪১৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। রাইট ইস্যু হলে ব্যাংকটির মূলধন দাঁড়াবে ১ হাজার ৩০০ কোটি টাকা। রূপালী ব্যাংকের মোট ৪১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৬৩৩টি শেয়ারের মধ্যে সরকারের কাছে রয়েছে ৯০.১৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪.৪৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫.৩৪ শতাংশ শেয়ার।