২০২০ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায় ৭৩ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ওয়ান ব্যাংক। আর পতনে শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক। যে ব্যাংকটির আগের বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি উত্থান হয়েছিল। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথম প্রান্তিকে ২২টি বা ৭৩.৩৩ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৬টি বা ২০ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে এবং ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের ইপিএস অপরিবর্তিত রয়েছে ও ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান কমেছে।
২০২০ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে ওয়ান ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৬১ শতাংশ। এরপরে ২৪৫ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। আর ১২৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে উঠেছে সাউথইস্ট ব্যাংক।
এদিকে গত কয়েক বছর ধরে প্রতি প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংক ইপিএসে শীর্ষে থাকলেও ২০২০ সালের ১ম প্রান্তিকে তার পরিবর্তন ঘটেছে। এসময় সবচেয়ে বেশি ইপিএস হয়েছে উত্তরা ব্যাংকের। আগের বছরের থেকে ৭৯ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১.৬৫ টাকা। এরপরে ৫৯ শতাংশ বেড়ে ডাচ-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ১.৫১ টাকা। আর ১০৩ শতাংশ বেড়ে যমুনা ব্যাংকের ইপিএস হয়েছে ১.৪২ টাকা।
নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | বৃদ্ধির হার (শতকরা) |
ওয়ান ব্যাংক | ০.৮৩ | ০.২৩ | ২৬১% |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ০.৩৮ | ০.১১ | ২৪৫% |
সাউথইস্ট ব্যাংক | ০.৯৮ | ০.৪৩ | ১২৮% |
এনসিসি ব্যাংক | ০.৮৪ | ০.৪০ | ১১০% |
ন্যাশনাল ব্যাংক | ০.৩১ | ০.১৫ | ১০৭% |
যমুনা ব্যাংক | ১.৪২ | ০.৭০ | ১০৩% |
ব্যাংক এশিয়া | ১.১৬ | ০.৫৯ | ৯৭% |
উত্তরা ব্যাংক | ১.৬৫ | ০.৯২ | ৭৯% |
ডাচ-বাংলা ব্যাংক | ১.৫১ | ০.৯৫ | ৫৯% |
ট্রাস্ট ব্যাংক | ০.৯৬ | 0.৬৯ | ৩৯% |
ঢাকা ব্যাংক | ০.৬৮ | ০.৫০ | ৩৬% |
স্যোশাল ইসলামী ব্যাংক | ০.৩৯ | ০.২৯ | ৩৪% |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ০.৭২ | ০.৫৪ | ৩৩% |
শাহজালাল ইসলামি ব্যাংক | ০.৬৪ | ০.৫০ | ২৮% |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ০.৭৬ | ০.৬০ | ২৭% |
প্রিমিয়ার ব্যাংক | ০.৫৮ | ০.৫০ | ১৬% |
আল-আরাফাহ ব্যাংক | ০.৫১ | ০.৪৪ | ১৬% |
প্রাইম ব্যাংক | ০.৪২ | ০.৩৭ | ১৪% |
আইএফআইসি ব্যাংক | ০.৪৮ | ০.৪৩ | ১২% |
ইসলামী ব্যাংক | ০.৪৩ | ০.৪০ | ৮% |
মার্কেন্টাইল ব্যাংক | ০.৫৮ | ০.৫৫ | ৫% |
পূবালী ব্যাংক | ০.৮৬ | ০.৮২ | ৫% |
আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস কমেছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির ৮৪ শতাংশ ইপিএস কমেছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ শতাংশ কমেছে ব্র্যাক ব্যাংকের। আর ১১ শতাংশ কমে ৩য় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | পতনের হার |
এক্সিম ব্যাংক | ০.০৪ | ০.২৫ | (৮৪%) |
ব্র্যাক ব্যাংক | ০.৭১ | ১.০৪ | (৩২%) |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ০.৩৪ | ০.৩৮ | (১১%) |
এবি ব্যাংক | ০.০৯ | ০.১০ | (১০%) |
রূপালি ব্যাংক | ০.২২ | ০.২৩ | (৪%) |
ইস্টার্ন ব্যাংক | ১.০৩ | ১.০৬ | (৩%) |
এ বছরের প্রথম প্রান্তিকে উন্নতি বা অবনতি কিছুই হয়নি একমাত্র সিটি ব্যাংকের। এই ব্যাংকটির ইপিএস আগের বছরের প্রথম প্রান্তিকের ন্যায় এবারও ০.৭৫ টাকা হয়েছে। তবে আগের বছরের প্রথম প্রান্তিকে উত্থানের শীর্ষ ৩য় স্থানে ছিল।
ব্যাংকের নাম | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) |
দি সিটি ব্যাংক | ০.৭৫ | ০.৭৫ |
আগের বছরের ১ম প্রান্তিকের ন্যায় ২০২০ সালের ১ম প্রান্তিকেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। ব্যাংকটির এ বছরের ১ম প্রান্তিকে ৪৪ শতাংশ লোকসান কমেছে।
নিম্নে লোকসানি ব্যাংকের তথ্য তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ব্যবধান |
আইসিবি ইসলামিক ব্যাংক | (০.০৯) | (০.১৬) | ৪৪% |