1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের সূচক কমেছে, বেড়েছে লেনদেন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

পুঁজিবাজারের সূচক কমেছে, বেড়েছে লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
dse-cse-1

বৃহস্পতিবারের মতো রবিবারও (১৯ জুলাই) পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.১২ পয়েন্ট এবং সিডিএসইটি ১.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৩৮.৯৬ পয়েন্টে, ১৩৫৬.৬৪ এবং ৮০৪.২৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৩৪ কোটি ৪৪ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি ৪৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির বা ১৪.৯৮ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২৩.৮৫ শতাংশের এবং ২০০টির বা ৬১.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫১৪.৮৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ৫০টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ