করোনাভাইরাসে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যও স্থবির। এই ভাইরাসজনিত সৃষ্ট মহামারি মোবাইল অপারেটর কোম্পানির ব্যবসায়ও প্রভাব ফেলেছ। যা পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের ব্যবসায়ও ফুটে উঠেছে। এ কোম্পানিটির আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০) নিট মুনাফা কমেছে ২২৯ কোটি টাকার।
কোম্পানিটির আর্থিক হিসাব থেকে মুনাফার এই তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, গ্রামীণফোনের চলতি বছরের ২য় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৭২৬ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে ছিল ৯৫৫ কোটি ২৮ লাখ ২৮ হাজার টাকা। এ হিসাবে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২২৮ কোটি ৭২ লাখ ৯৫ হাজার টাকা বা ২৪ শতাংশ।
কোম্পানিটির ২য় প্রান্তিকে মুনাফা কমলেও প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) মুনাফা বেড়েছিল। ওই প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছিল ২১৯ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা বা ২৬ শতাংশ। যে কারনে দুটি প্রান্তিকে একত্রে বা প্রথমার্ধের (৬ মাস) ব্যবসায় বড় উত্থান-পতন নেই।
গ্রামীণফোনের চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছিল ১ হাজার ৬৮ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে ছিল ৮৪৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা। এ হিসাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছিল ২১৯ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা বা ২৬ শতাংশ।
গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে উত্থান ও দ্বিতীয় প্রান্তিকের পতনে অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) ব্যবসায় তেমন পরিবর্তন নেই। আগের বছরের অর্ধবার্ষিকের ১ হাজার ৮০৪ কোটি ৯২ লাখ ৬২ হাজার টাকার মুনাফা এ বছরের অর্ধবার্ষিকীতে হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি ৫৩ লাখ ১৬ হাজার টাকা। এ হিসেবে চলতি বছরের অর্থবার্ষিকে মুনাফা কমেছে ৯ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা বা ০.৫২ শতাংশ।
এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩.৩০ টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ১৩.৩৭ টাকা।