করোনাভাইরাসের থাবা থেকে পুঁজিবাজার ইতিবাচকতার দিকে ফিরতে শুরু করেছিল। তবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের (ডিলার ও গ্রাহক) বিক্রির চাপে গত ২ কার্যদিবসে বাজার সামনের পরিবর্তে পেছনে ফিরে এসেছে।
করোনাভাইরাসের মধ্যে দীর্ঘদিন পরে পুঁজিবাজারে গত ৮ জুলাই থেকে উত্থান শুরু হয়। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি ৮ জুলাইসহ ৩ কার্যদিবসে বাড়ে ৯৮ পয়েন্ট। একইসঙ্গে ১৫০ কোটি টাকার লেনদেন সাড়ে ৩শ কোটিতে উন্নিত হয়। কিন্তু গত ২ কার্যদিবসে সে উন্নয়নকে পেছন থেকে টেনে ধরেছে ব্র্যাক ইপিএল। প্রতিষ্ঠানটি থেকে এই ২ কার্যদিবস নিট হিসেবে যেকোন হাউজের থেকে বেশি বিক্রি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ব্র্যাক ইপিএল থেকে ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিক্রি করা হয়। এর বিপরীতে কেনা হয় ১১ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ কেনার চেয়ে ১২ কোটি ৩৬ লাখ টাকার বা ১০৯ শতাংশ বেশি বিক্রি করা হয়।
এরপরে আজ (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি থেকে বিক্রি করা হয়েছে ১০ কোটি ৭৭ লাখ টাকার। এর বিপরীতে কেনা হয়েছে ৫ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ কেনার চেয়ে ৪ কোটি ৮১ লাখ টাকার বা ৮১ শতাংশ বেশি বিক্রি করা হয়েছে।