সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭টি বা ১৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২.৬০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়ায় ৬৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দর ৬.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমৈ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯.৮৯ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.০৫ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.৮১ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৮ শতাংশ, ফাইন ফুডসের ৭.৪২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৫.১৭ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৬৭ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ৪ শতাংশ বেড়েছে।