পুঁজিবাজারে আজ রবিবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৫৪৮টি শেয়ার ১৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৮ কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৮ কোটি ৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকার ডেসকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে একটিভ ফাইনের।
এছাড়া আমান ফিডের ১৩ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪৩ লাখ ২৯ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৬ লাখ ২১ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৬ লাখ ২৯ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ৬ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ২৭ লাখ ৮০ হাজার টাকার, ফাইন ফুডসের ২৪ লাখ ৫০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩৫ লাখ ৮৯ হাজার টাকার, জেনেক্সের ২ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ লাখ ৩৩ হাজার টাকার, জিকিউ বলপেনের ৭ লাখ ৬৪ হাজার টাকার, হাক্কানি পাল্পের ১৩ লাখ ৮২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৩৪ লাখ ৪০ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ১৪ লাখ ৯৬ হাজার টাকার, আইএফআইসির ১১ লাখ টাকার, কোহিনুর কেমিক্যালের ৪১ লাখ ৩৭ হাজার টাকার, খুলনা পাওয়ারের ২ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৮ লাখ ৫৪ হাজার টাকার, লিগ্যাসির ৫ লাখ ৬৭ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ১১ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৩০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ১ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার টাকার, পেনিনসুলার ৭ লাখ ৪৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২৪ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৩০ লাখ ৯০ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫ লাখ ৭৮ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ ৬৪ হাজার টাকার, সুহৃদের ২৪ লাখ ৮৪ হাজার টাকার, সিঙ্গার বিডির ২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩ কোটি ৬ লাখ ৩৯ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ২৪ লাখ ৩০ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৫ লাখ ৪৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৫ লাখ ৯৪ হাজার টাকার, এসএস স্টিলের ৬ লাখ ৫১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ১০ লাখ ৭৬ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ৬৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।