1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ এএম

উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
DSE-CSE

বৃহস্পতিবারের মতো রবিবারও (১২ জুলাই) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯.৪২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৯০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৪.৩৪ পয়েন্ট এবং সিডিএসইটি ৭.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৫৪.৮৭ পয়েন্টে, ১৩৮৩.৭১ পয়েন্টে এবং ৮১৩.১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৭কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির বা ৩৪.৯৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৯টির বা ১৬.৯০ শতাংশের এবং ১৬৮টির বা ৪৮.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০০.৮৬ পয়েন্টে। সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দর বেড়েছে, কমেছে ৩৫টির আর ১০৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ