পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা না মেনে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ও সাউথউস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় বোনাস শেয়ার ঘোষণা করেছে। যা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভায় (এজিএম) উপস্থাপন করা হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রকাশিত ২০১৯ সালের ১৫ জুলাই শেয়ারধারনের এক নির্দেশনার ৩ ধারায় বলা হয়েছে, উদ্যোক্তা/পরিচালকেরা সম্মিলিতভাবে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ৩০ শতাংশ শেয়ারধারন ছাড়া সংশ্লিষ্ট কোম্পানি বোনাস শেয়ারসহ কোনভাবে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এক্ষেত্রে কোম্পানি রাইট শেয়ার, আরপিও, একত্রীকরন করার অযোগ্য হবে।
তারপরেও এবি ব্যাংকের উদ্যোক্তা/পরিচালকেরা সম্মিলিতভাবে ২৯.২৫ শতাংশ শেয়ারধারন নিয়ে গত ২৯ জুন ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আর ২৫.১৩ শতাংশ শেয়ারধারন নিয়ে গত ৩০ জুন ২.৫০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ।