পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। বন্ডের বৈশিষ্টোর মধ্যে রয়েছে নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড, ইস্যু সাইজ: ১ কোটি টাকা। বন্ডটি অভিহিত মূল্যে বিক্রি করা হবে। প্রতি বন্ডের মূল্য হবে ১ হাজার টাকা। বন্ডের মেয়াদ হবে ৫ বছর।
উল্লেখ্য, আমরা নেটওয়ার্কস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।