1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিগত সপ্তাহে ৬ কোম্পানির লাভাংশ ঘোষণা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পিএম

বিগত সপ্তাহে ৬ কোম্পানির লাভাংশ ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
dividend-news

বিগত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর একটি অন্তর্বর্তী সময়ে লভ্যাাংশ দিলেও চূড়ান্তভাবে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফনিক্স ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং বাটা সু।

কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস, ফনিক্স ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ এবং বাটা সু অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও চূড়ান্ত বোর্ড সভায় আর কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৯ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৫০ টাকায়; ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৮৮ টাকায়; পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০১ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯০ টাকায়; ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৬৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৫৪ টাকায়; ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকায়; এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৬৬ টাকায় এবং বাটা সু’র শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৬.১১ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬৪.৬৫ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে। কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্সের এজিএম ১৭ সেপ্টেম্বর, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৬ সেপ্টেম্বর, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩০ সেপ্টেম্বর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের তারিখ পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩ সেপ্টেম্বর, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২০ আগস্ট এবং বাটা সু’র এজিএম ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিগুলো। এর মধ্যে ফনিক্স ফাইন্যান্সের রেকর্ড ডেট ২৬ জুলাই, ফনিক্স ইন্স্যুরেন্সের ৩০ জুলাই, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ আগস্ট, ইস্টার্ন ইন্স্যুরেন্সের তারিখ পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৬ আগস্ট, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই এবং বাটা সু’র রেকর্ড ডেট ২৯ জুলাই।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ