1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তালিকাভুক্ত ব্যাংকগুলোতে পরিচালকদের শেয়ারধারনের তথ্য
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পিএম

তালিকাভুক্ত ব্যাংকগুলোতে পরিচালকদের শেয়ারধারনের তথ্য

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
Banks-listed

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের গড়ে ৪১ শতাংশ করে শেয়ারধারন বা মালিকানা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মালিকানা রয়েছে রাষ্ট্রীয় রূপালি ব্যাংকে। এ ব্যাংকটিতে সরকারের মালিকানা রয়েছে ৯০.১৯ শতাংশ। এরপরে ডাচ-বাংলা ব্যাংকে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬.৯৯ শতাংশ মালিকানা রয়েছে ব্যাংকটির উদ্যোক্তা/পরিচালকদের। আর ৬০ শতাংশ মালিকানা নিয়ে ৩য় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক।

উদ্যোক্তা/পরিচালকদের সবচেয়ে কম মালিকানা রয়েছে সাউথইস্ট ব্যাংকে। এ ব্যাংকটিতে উদ্যোক্তা/পরিচালকদের ২৫.১৩ শতাংশ মালিকানা রয়েছে। এরপরে ২৭.৯২ শতাংশ মালিকানা নিয়ে ২য় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। আর উদ্যোক্তা/পরিচালকদের ৩য় সর্বনিম্ন ২৯.২৫ শতাংশ মালিকানা রয়েছে এবি ব্যাংকে।

ওই ব্যাংক ৩টিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বনিম্ন শেয়ারধারনের নির্দেশনার ব্যত্যয় রয়েছে। বিএসইসির ২০১১ সালে এক নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদেরকে সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ারধারন করতে হবে।

নিম্নে তালিকাভুক্ত ব্যাংকগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের শেয়ারধারনের তথ্য তুলে ধরা হল-

ব্যাংকের নামউদ্যোক্তা/পরিচালকদের শতাংশ
রূপালি ব্যাংক৯০.১৯
ডাচ-বাংলা ব্যাংক৮৬.৯৯  
ট্রাস্ট ব্যাংক৬০
আইসিবি ইসলামিক ব্যাংক৫২.৭৬
ব্যাংক এশিয়া৫১.২০
ইসলামি ব্যাংক৪৮.৯৩
যমুনা ব্যাংক৪৮.৪৬
ব্র্যাক ব্যাংক৪৪.২৯
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক৪৩.৯০
শাহজালাল ইসলামি ব্যাংক৪৩.২২
আল-আরাফাহ ব্যাংক৪১.৫৪
আইএফআইসি ব্যাংক৪১.০৮
ঢাকা ব্যাংক৪০.৬২
মার্কেন্টাইল ব্যাংক৩৯.৭৮
স্ট্যান্ডার্ড ব্যাংক৩৯.৬৩
প্রাইম ব্যাংক৩৮.৯২
এক্সিম ব্যাংক৩৭.৯৫
এনসিসি ব্যাংক৩৬.৭৪
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক৩৬.৬৭
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক৩৫.৩৪
প্রিমিয়ার ব্যাংক৩৩.২২
ইস্টার্ন ব্যাংক৩১.৫৬
ন্যাশনাল ব্যাংক৩১.২২
উত্তরা ব্যাংক৩০.৫৪
সোশ্যাল ইসলামী ব্যাংক৩০.০৫
ওয়ান ব্যাংক৩০.০২
পূবালি ব্যাংক৩০
এবি ব্যাংক২৯.২৫
সিটি ব্যাংক২৭.৯২
সাউথইস্ট ব্যাংক২৫.১৩
গড়৪০.৬৮
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ