পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের গড়ে ৪১ শতাংশ করে শেয়ারধারন বা মালিকানা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মালিকানা রয়েছে রাষ্ট্রীয় রূপালি ব্যাংকে। এ ব্যাংকটিতে সরকারের মালিকানা রয়েছে ৯০.১৯ শতাংশ। এরপরে ডাচ-বাংলা ব্যাংকে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬.৯৯ শতাংশ মালিকানা রয়েছে ব্যাংকটির উদ্যোক্তা/পরিচালকদের। আর ৬০ শতাংশ মালিকানা নিয়ে ৩য় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক।
উদ্যোক্তা/পরিচালকদের সবচেয়ে কম মালিকানা রয়েছে সাউথইস্ট ব্যাংকে। এ ব্যাংকটিতে উদ্যোক্তা/পরিচালকদের ২৫.১৩ শতাংশ মালিকানা রয়েছে। এরপরে ২৭.৯২ শতাংশ মালিকানা নিয়ে ২য় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। আর উদ্যোক্তা/পরিচালকদের ৩য় সর্বনিম্ন ২৯.২৫ শতাংশ মালিকানা রয়েছে এবি ব্যাংকে।
ওই ব্যাংক ৩টিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বনিম্ন শেয়ারধারনের নির্দেশনার ব্যত্যয় রয়েছে। বিএসইসির ২০১১ সালে এক নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদেরকে সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ারধারন করতে হবে।
নিম্নে তালিকাভুক্ত ব্যাংকগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের শেয়ারধারনের তথ্য তুলে ধরা হল-
ব্যাংকের নাম | উদ্যোক্তা/পরিচালকদের শতাংশ |
রূপালি ব্যাংক | ৯০.১৯ |
ডাচ-বাংলা ব্যাংক | ৮৬.৯৯ |
ট্রাস্ট ব্যাংক | ৬০ |
আইসিবি ইসলামিক ব্যাংক | ৫২.৭৬ |
ব্যাংক এশিয়া | ৫১.২০ |
ইসলামি ব্যাংক | ৪৮.৯৩ |
যমুনা ব্যাংক | ৪৮.৪৬ |
ব্র্যাক ব্যাংক | ৪৪.২৯ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ৪৩.৯০ |
শাহজালাল ইসলামি ব্যাংক | ৪৩.২২ |
আল-আরাফাহ ব্যাংক | ৪১.৫৪ |
আইএফআইসি ব্যাংক | ৪১.০৮ |
ঢাকা ব্যাংক | ৪০.৬২ |
মার্কেন্টাইল ব্যাংক | ৩৯.৭৮ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ৩৯.৬৩ |
প্রাইম ব্যাংক | ৩৮.৯২ |
এক্সিম ব্যাংক | ৩৭.৯৫ |
এনসিসি ব্যাংক | ৩৬.৭৪ |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ৩৬.৬৭ |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ৩৫.৩৪ |
প্রিমিয়ার ব্যাংক | ৩৩.২২ |
ইস্টার্ন ব্যাংক | ৩১.৫৬ |
ন্যাশনাল ব্যাংক | ৩১.২২ |
উত্তরা ব্যাংক | ৩০.৫৪ |
সোশ্যাল ইসলামী ব্যাংক | ৩০.০৫ |
ওয়ান ব্যাংক | ৩০.০২ |
পূবালি ব্যাংক | ৩০ |
এবি ব্যাংক | ২৯.২৫ |
সিটি ব্যাংক | ২৭.৯২ |
সাউথইস্ট ব্যাংক | ২৫.১৩ |
গড় | ৪০.৬৮ |