পুঁজিবাজারে তালিকাভক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।
জেলার শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হিসাবে কোম্পানিটিকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার নয়নপুরে অবস্থিত কোম্পানিটিকে লবলং খাল দখল ও দূষণ করায় এ টাকা টাকা জরিমানা করা হয়। এছাড়াও নদীর অবৈধ দখলকৃত অংশ আগামী তিন মাসের মধ্যে ছেড়ে দিয়ে লবলং খাল পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে এসিল্যান্ডের প্রত্যায়ন পত্রপত্র দাখিল করতে বলা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক শেখ মোজাহীদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
শেয়ারবার্তা / রুবেল