ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটি ৬৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ৩৮ লাখ ২৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোণ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ১৪ লাখ টাকার। এদিন কোম্পানিটি ১২ লাখ ১৫ হাজার ৩৩৮টি শেয়ার হাতবদল করেছে।
বেক্সিমকো ফার্মা ২১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে – বিকন ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ওরিয়ন ফার্মা, ফার কেমিক্যাল, বেক্সিমকো ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।