গত ৬ জুলাই ২০২০ তারিখে শেয়ারবার্তা অনলাইন পোর্টালে প্রকাশিত ‘ডিএসই’র আরো ৩ ব্রোকারেজ হাউজ গ্রাহকদের টাকা তুলে নিয়েছে’ শীর্ষক সংবাদের সংশোধনী দিয়েছে ইন্ডিকেট সিকিউরিটিজ কন্সালটেন্টস লিমিটেডের চেয়ারম্যান। কোম্পানিটির চেয়ারম্যান মামুন আহমেদ এক বার্তায় বলেন, শেয়ারবার্তা নামক পত্রিকায় গত ০৬/০৭/২০২০ ইং তারিখে উল্লেখিত সংবাদের শিরোনাম আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমি ইন্ডিকেট সিকিউরিটিজ কন্সালটেন্টস লিমিটেডের উক্ত সংবাদ শিরোনামের বিষয়ে দ্বিমত পোষণ করছি। কোর্টে মামলা চলার কারণে আমার কোম্পানির সকল ব্যাংক হিসাব প্রায় গত ২ (দুই) বছর যাবৎ সকল প্রকার লেনদেন বন্ধ রয়েছে। শুধুমাত্র ডিএসই’র দৈনিক শেয়ার লেনদেনের ক্লিয়ারিং এর ব্যাংক হিসাব চালু রয়েছে।”
তিনি বলেন, ইন্ডিকেট সিকিউরিটিজ কন্সালটেন্টস লিমিটেডের সকল পরিচালন ব্যয় সম্পূর্ণভাবে আমি জনাব মামুন আহমেদ, চেয়ারম্যান আমার নিজের ব্যক্তিগত সঞ্চিতি থেকে সরবরাহ করছি। আমি ব্যক্তিগত ভাবে চাচ্ছি যেন ব্রোকারেজ হাউজটি চালু থাকে এবং সাধারণ বিনিয়োগকারীগণ কোন অসুবিধায় না পরেন। আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য উপাত্ত ডিএসই প্রেরিত চিঠির সাথে কোন মিল নাই। বিধায় আপনার সংবাদ পত্রের পরবর্তী সংখ্যায় উক্ত সংবাদের সংশোধনী প্রকাশ করে আমাদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”
সংবাদটির লিংক নিচে দেয়া হলো:
সম্পাদক
শেয়ারবার্তা.কম