1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তালিকাভুক্ত ব্যাংকের মূলধন বেড়েছে,শেয়ারহোল্ডারদের লাভাংশ বিতরণ
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ এএম

তালিকাভুক্ত ব্যাংকের মূলধন বেড়েছে,শেয়ারহোল্ডারদের লাভাংশ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
Banks-listed

গত বছরের তুলনায় ২০১৯ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২ হাজার ২৭০ কোটি ৩৬ লাখ টাকার পরিশোধিত মূলধন বেড়েছে। এর বিপরীতে ব্যাংকগুলোর নিট মুনাফা বেড়েছে ১৬৬ কোটি ৭ লাখ টাকা। যাতে ব্যাংকগুলোর ২০১৯ সালে ৬ হাজার ৯৬৬ কোটি ৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের।

ব্যাংকগুলোর ২০১৯ সালের সমন্বিত (সাবসিডিয়ারিসহ) আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

তালিকাভুক্ত ৩০ ব্যাংকের ২০১৮ সালের শেষে মোট ২৭ হাজার ৮৬০ কোটি ১৫ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল। যা ২০১৯ সালের শেষে বেড়ে হয়েছে ৩০ হাজার ১৩০ কোটি ৫১ লাখ টাকা। এ হিসেবে ১ বছরে বা ২০১৯ সালে পরিশোধিত মূলধন বেড়েছে ২ হাজার ২৭০ কোটি ৩৬ লাখ টাকা। এরমধ্যে বোনাস শেয়ারের কারনে বেড়েছে ২ হাজার ২০৩ কোটি ৩৪ লাখ টাকা। একইভাবে চলতি বছরেও ২০১৯ সালের ব্যবসায় ঘোষিত বোনাস শেয়ারের কারনে পরিশোধিত মূলধন বাড়বে।  

২০১৯ সালে পরিশোধিত মূলধনের পাশাপাশি ব্যাংকগুলোর ১৬৬ কোটি ৭ লাখ টাকার মুনাফা বেড়েছে। ব্যাংকগুলোর ২০১৮ সালের ৬ হাজার ৮০০ কোটি টাকার নিট মুনাফা বেড়ে ২০১৯ সালে হয়েছে ৬ হাজার ৯৬৬ কোটি ৭ লাখ টাকা।

ব্যাংকগুলোর ২০১৯ সালে ৬৯৬৬ কোটি ৭ লাখ টাকা মুনাফা হলেও এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরন করা হবে ২ হাজার ২৬৪ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসেবে মুনাফার ৩২.৫১ শতাংশ বিতরন করা হবে। বাকি ৪ হাজার ৭০১ কোটি ১৮ লাখ টাকা বা ৬৭.৪৯ শতাংশ ব্যাংকেই থেকে যাবে। যার একটি অংশ বোনাস শেয়ারের জন্য পরিশোধিত মূলধনে ও বাকি অংশ সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫৪৭ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরে ৪৫৮ কোটি ২৬ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৪৩৪ কোটি টাকা মুনাফা হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

২০১৯ সালে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ৪২ কোটি ৫৪ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে এবি ব্যাংকের। ওই বছরে ব্যাংকটির ১২ কোটি ১৩ লাখ টাকা মুনাফা হয়েছে। আর দ্বিতীয় সর্বনিম্ন ৫৭ কোটি ১৬ লাখ টাকা রূপালি ব্যাংকের ও তৃতীয় সর্বনিম্ন ১৩৩ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের।

নিম্নে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা ও পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল-

ব্যাংকের নামমুনাফা-২০১৯ (কোটি টাকা)মুনাফা-২০১৮ (কোটি টাকা)পরিশোধিত মূলধন (কোটি টাকা)
ইসলামী ব্যাংক৫৪৭.৪০৬৩১.০৩১৬১০
ব্র্যাক ব্যাংক৪৫৮.২৬৫৬৭.০১১২৩৩.৩৮
ডাচ-বাংলা ব্যাংক৪৩৪৪২০.১৪৫০০
ন্যাশনাল ব্যাংক৪১১.৭৮৩৮৫.৬৭২৯২০.৪০
ইস্টার্ন ব্যাংক৩৯৯.৪১৩১১.০৮৮১১.৮০
প্রিমিয়ার ব্যাংক৩৩৩.৬০­­২২৬.৮৯৯২৪.০৯
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক২৮৫.২৫২৬৬১১৫৯.৫৪
আইএফআইসি ব্যাংক২৮২.৭৪১৬৪.৯৫১৪৭২.৬১
দি সিটি ব্যাংক২৬৩.২৪২২২.৪৭১০১৬.৩৯
যমুনা ব্যাংক২৫৩.২৪২২৯.৭১৭৪৯.২৩
সাউথইস্ট ব্যাংক২৫০.৫৫২৪৭.৩২১১৫৯.৯৪
আল-আরাফাহ ব্যাংক২৪২.৮০২৪৪.৯৯১০৬৪.৯০
­­­এক্সিম ব্যাংক২৩৮.৬৭২৩৩.২৫১৪১২.২৫
মার্কেন্টাইল ব্যাংক২২২.২০২৯২.৩০৯৩৭.১৬
পূবালি ব্যাংক২১৫.৯৪৩৬২.৭০১০২৮.২৯
এনসিসি ব্যাংক২১৩.৩০১৮২.৫২৯২৭.৩৮
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক২০৭১৫৯.০৬৮৬২.৫১
ট্রাস্ট ব্যাংক২০৩.৪০১৮৬.৩৮৬১২.৬৬
ব্যাংক এশিয়া১৯৫.৮৭২২৩.৩৪১১৬৫.৯১
উত্তরা ব্যাংক১৮৭.৪৬১৬৬.৯৬৪০৮.০৮
প্রাইম ব্যাংক১৬৬.৯৪২২৫.৩৬১১৩২.২৮
শাহজালাল ইসলামী ব্যাংক১৬৬.১৫১২৪.৬১৯৩৩.৪২
ঢাকা ব্যাংক১৬২.১১১৪০.৯৬৮৫৩.২১
ওয়ান ব্যাংক১৬১.০৫১৪০.৯৪৮৪৩.১৯
সোশ্যাল ইসলামী ব্যাংক১৫২.৭৬১৬০.১৫৮৯৩.৩৪
স্ট্যান্ডার্ড ব্যাংক১৫০.৪২১২৫.৫৬৯৫৮.০৯
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১৩৩.৭৮১৭৩.৪৪৭০৩.৪৬
রূপালি ব্যাংক৫৭.১৬৪০.৯৩৪১৪.১৭
এবি ব্যাংক১২.১৩৪.৩২৭৫৮.১৩
আইসিবি ইসলামিক ব্যাংক(৪২.৫৪)(৪৮.৫৬)৬৬৪.৭০
মোট-৩০টি ব্যাংকমোট- ৬৯৬৬.০৭মোট- ৬৮১১.৪৮মোট- ৩০১৩০.৫১

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবীদ এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, একদিকে ব্যাংকগুলো বলছে তাদের তারল্য সংকট ও খেলাপি ঋণের মাত্রা বেড়েছে। অন্যদিকে মুনাফা বাড়ছে। এখন দেখার বিষয় প্রভিশনিং ঘাটতি ও ট্যাক্স কম দেখানো হয়েছে কিনা। এ অবস্থায় বিনিয়োগকারীদেরকে শুধু মুনাফা না দেখে, অন্যান্য সূচক (ইন্ডিকেটর) যাছাই করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে খেলাপি ঋণের পরিমাণ ও প্রভিশনিং ঘাটতি আছে কিনা, তা দেখতে হবে। শুধুমাত্র একটি ইন্ডিকেটর দেখে বিনিয়োগে যাওয়া উচিত না।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৯২০ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে চতুর্থ স্থানে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় প্রথম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৪৭২ কোটি ৬১ লাখ টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ৮ম অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪০৮ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে উত্তরা ব্যাংক মুনাফায় ২০তম স্থানে রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৪১৪ কোটি ১৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২৮তম অবস্থানে রয়েছে রূপালি ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৫০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ৩য় অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

বর্তমানে ১২টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালি ব্যাংক, ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংক।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ