পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দাবি পরিশোধে ট্রেকহোল্ডার বা সিকিউরিটিজ হাউজগুলোর জামানতের অর্থ ব্যবহার করতে পারবে স্টক এক্সচেঞ্জ। সেই শর্ত রেখে নতুন বিধান প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ইতিমধ্যে বিধানটির খসড়া প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। প্রকাশিত খসড়ার ওপর মতামত প্রদানের জন্য ১৩ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা ২০২০ এর প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, ট্রেকহোল্ডারদের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা। এছাড়া জামানত হিসাবে ন্যূনতম ২ কোটি টাকা বা কমিশন কর্তৃক সময় সময় নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধিত মূলধনের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট এক্সচেঞ্জে সার্বক্ষণিক রক্ষণ করতে হবে। এছাড়া কোন ব্যক্তি একযোগে কোন একটি এক্সচেঞ্জের একাধিক ট্রেক ধারণ করতে পারবে না- এমন শর্ত রেখে ট্রেক বিধান প্রণয়ন করছে বিএসইসি।