প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর পতন বা টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ মঙ্গলবার কোম্পানিটির দর ৬০ পয়সা বা ২.৩৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিট ৯৬ বারে ৬৫ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা বা ২.৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ সর্বশেষ ৩১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফনিক্স ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, পূবালী ব্যাংক, সাভার রিফ্যাক্ট্ররিজ, ঢাকা ডাইং, ফার্মা এইডস, গ্লাক্সোস্মিথক্লাইন ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।
শেয়ারবার্তা / রুবেল