1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজও বেড়েছে পুঁজিবাজারের লেনদেন,ডিএসইএক্স ৪ হাজার পয়েন্ট স্পর্শ
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

আজও বেড়েছে পুঁজিবাজারের লেনদেন,ডিএসইএক্স ৪ হাজার পয়েন্ট স্পর্শ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
A DSE---

সোমবারের মতো মঙ্গলবারও (০৭ জুলাই) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। ৩৬ দিন বা ২৫ কার্যদিবস পর ডিএসইর এই সূচকটি ৪ হাজার পয়েন্ট ছাড়ালো। এর আগে এই সূচকটি মে মাসের ৩১ তারিখ ৪ হাজার ৬০ পয়েন্টে ছিল।

ডিএসইতে আজ সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৭৫ পয়েন্ট এবং সিডিএসইটি ১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৩.৮৪ পয়েন্টে, ১৩৪৬.৪৭ পয়েন্টে এবং ৭৯৫.১২ পয়েন্টে।

ডিএসইতে আজ ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির বা ১৫.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৬টির বা ১১.৫৩ শতাংশের এবং ২২৯টির বা ৭৩.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪.৬৩ পয়েন্টে। সিএসইতে আজ ১২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ১৪টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ