1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের বিক্রি অবিরাম চলছে
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পিএম

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের বিক্রি অবিরাম চলছে

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
Brac-epl

করোনাভাইরাস মহামারির আগে থেকে শুরু করা ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের বিক্রি এখনো শেষ হয়নি। হাউজটি থেকে এখনো প্রতিদিন (ডিলার ও গ্রাহক হিসাব) কেনার চেয়ে বেশি বিক্রি করা হচ্ছে।

ব্র্যাক ইপিএল গত নভেম্বর মাস থেকে বিক্রির চাপ শুরু করে। যা এখনো অব্যাহত রেখেছে। ব্র্যাক ইপিএলের মতো বড় ব্রোকারেজ হাউজটির এই বিক্রির চাপ পুঁজিবাজারে নেতিবাচক ভূমিকা রাখছে। চলমান সংকটে এই হাউজটি থেকে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রাখা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির কারনে ৬৬ বন্ধ থাকার পরে গত ৩১ মে পুঁজিবাজারে লেনদেন চালু হয়। এরপরে দেশের ব্রোকারেজ হাউজগুলো থেকে কোনদিন বেশি বিক্রি, কোন দিন বেশি ক্রয় হয়। এভাবেই লেনদেনে সমন্বয় হয়ে আসছে। কিন্তু ব্র্যাক ইপিএলর মতো টানা বেশি নিট বিক্রির ঘটনা পুঁজিবাজারে আর কোন হাউজে ঘটেনি।

দেখা গেছে, গত ৪ সপ্তাহের ১৯ কার্যদিবসের মধ্যে ব্র্যাক ইপিএল ১৮ কার্যদিবসই লেনদেনের শীর্ষ দশে ছিল। এরমধ্যে আবার ১৭ কার্যদিবসই কেনার চেয়ে বেশি বিক্রি করা হয়েছে। এ হাউজটি থেকে ওই ১৭ কার্যদিবসে কেনার চেয়ে নিট ৭৩ কোটি ৯৩ লাখ টাকার বেশি বিক্রি করা হয়েছে।

নিম্নে ব্র্যাক ইপিএলের গত ৪ সপ্তাহের মধ্যে শীর্ষ দশে থাকা ১৮ কার্যদিবসের লেনদেনের তথ্য তুলে ধরা হল-

তারিখক্রয়     (কোটি টাকা)বিক্রয়   (কোটি টাকা)বিনিয়োগ হ্রাস (কোটি টাকা)
৭ জুন৫.৯৬৮.৩৪(২.৩৮)
৮ জুন৩৭.৩৫৩৩.০৮৪.২৭
৯ জুন৬.৮৪৮.৬৭(১.৮৩)
১০ জুন৩.০৩১০.৪০(৭.৩৭)
১১ জুন০.৭৬৫.৯০(৫.১৪)
১৪ জুন১.৯৮৫.৬২(৩.৬৪)
১৫ জুন১.৬১১৭.০৬(১৫.৪৫)
১৬ জুন১৭.৮২২৫.২৪(৭.৪২)
১৭ জুন৩২.০২৩৫.৭৪(৩.৭২)
১৮ জুন২৬.৬৬৩৫.২০(৮.৫৪)
২১ জুন১.০১১.৪৮(০.৪৭)
২২ জুন১.২০৪.২০(৩)
২৩ জুন৫.৮৬১২.০৬(৬.২০)
২৪ জুন১.১১২.৭৬(১.৬৫)
২৫ জুন১.০২২.৬৬(১.৬৪)
২৯ জুন২.২০৬.৭৬(৪.৫৬)
৩০ জুন৬.০১৮.১৬(২.১৫)
২ জুলাই১.১১৪.১৫(৩.০৪)
মোট১৫৩.৫৫২২৭.৪৮(৭৩.৯৩)
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ