1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পূবালী ব্যাংকের এএমডি হলেন মোহাম্মদ আলী
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পিএম

পূবালী ব্যাংকের এএমডি হলেন মোহাম্মদ আলী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদ সম্প্র্রতি মোহাম্মদ আলীকে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে পদোন্নতি দিয়েছে।

পদোন্নতির পূর্বে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালে মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন।

তিনি পূবালী ব্যাংকে তথ্যপ্রযুক্তি, কার্ড, শাখা পরিচালন, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং, গবেষণা, ট্রেজারি (ফ্রন্ট অফিস), আন্তর্জাতিক, কনজ্যুমার্স ক্রেডিট, লিজ, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট অ্যাফেয়ার্স প্রভৃতি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।

বর্তমানে তিনি কামেলকো এবং সিআরও হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে পূবালী ব্যাংক নিজস্ব জনবলের সহায়তায় কোর ব্যাংকিং সফটওয়্যার প্রস্তুত করে বেসরকারি খাতে সর্ববৃহৎ অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

তিনি রংপুর ক্যাডেট কলেজ হতে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ (মার্কেটিং) এবং আহসান উল্লাহ বিজ্ঞনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে ডিনস অ্যাওয়ার্ড পান। এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ