পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানির স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী (৬৬) ইন্তেকাল করেছেন। গতকাল ৩০ জুন, মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। শাহজিবাজার পাওয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, মৃত্যকালে লিয়াকত আলী স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুতে শাহজিবাজার কোম্পানির পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক বিহব্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে কোম্পানিটি।
শেয়ারবার্তা / আনিস