পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির কর্ণধার এবং দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই।
আজ বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ট্রান্সকম গ্রুপ সূত্রে এই তথ্য জানা গেছে।
লতিফুর রহমান পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি ছিলেন প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের (বিডি ল্যাম্পস) ব্যবস্থাপনা পরিচালক।
তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষ দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান উদ্যোক্তা। পত্রিকা দুটি লতিফুর রহমান প্রতিষ্ঠিত ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান। এছাড়াও ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা শিল্প, বিমা খাতে রয়েছে ট্রান্সকম গ্রুপের বিনিয়োগ।
জানা গেছে, লতিফুর রহমান বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
শেয়ারবার্তা / আনিস