1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লভ্যাংশ ঘোষণা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

লভ্যাংশ ঘোষণা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
SBAC Bank

পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০১৯  তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই স্টক লভ্যাংশ।

আজ সোমবার (২৯ জুন) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত ব্যাংকের ১০৬তম পর্ষদ সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের  এ সুপারিশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। ব্যাংকের ভাইস-চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী সভায় অংশ নেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া আগামী ১৮ আগস্ট, ২০২০ তারিখে ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকটির ঘোষিত লভ্যাংশ এজিএমে অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ