1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এনসিসি ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ এএম

এনসিসি ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২০
ncc-bank

ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ইসিআরএল।

সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩০ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২১ টাকা দুই পয়সা। আর এ সময় কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে চার টাকা ৬০ পয়সা।

এদিকে সম্প্রতি ব্যাংক খাতের কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২০) প্রতিবেদন প্রকাশ করেছে। আর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪০ পয়সা। এছাড়া ২০২০ সালের ৩১ মার্চ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা, যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১৯ টাকা ৬১ পয়সা। আর এই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ দাঁড়িয়েছে তিন টাকা ৫৯ পয়সা, আগের একই সময়ে ছিল ৫৫ পয়সা লোকসান।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দশমিক ৮৫ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১১ টাকা ৭০ পয়সা। ওইদিন কোম্পানিটির ৮৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৭ লাখ ১৯ হাজার ৯৫৭টি শেয়ার মোট ১০৫ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর সর্বনিন্ম ১১ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ১১ টাকা থেকে ১৪ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ