বিগত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল এমবি ফার্মা। ফলে সপ্তাহজুড়েই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।
বিনিয়োগকারীদের একটি অংশ মন্দাবাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি বেশ আগ্রহ দেখালেও এক শ্রেণির বিনিয়োগকারী তাদের কাছে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ লাখ ৩০ হাজার টাকা।
তবে কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে বেশ আগ্রহ দেখানোয় সপ্তাহজুড়েই দাম বেড়েছে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩৩ টাকা ৮০ পয়সা।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৪১ টাকা ৫০ পয়সা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪০৭ টাকা ৭০ পয়সা।
এদিকে এমবি ফার্মার পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল ইস্টার্ন লুব্রিকেন্ট। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। ৪ দশমিক ৩৬ শতাংশ দাম বেড়ে এর পরের স্থানেই রয়েছে ফার্মা এইড।
এছাড়া দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ন্যাশনাল লাইফের ৩ দশমিক ৮৬ শতাংশ, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ২ দশমিক ৫৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২ দশমিক ৫৩ শতাংশ, পাওয়ার গ্রিডের ২ দশমিক ৪৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ২ দশমিক ২০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ দশমিক শূন্য ৫ শতাংশ এবং একমি ল্যাবরেটরিজের ১ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে।