পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ফান্ডটির ম্যানেজার আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৩ পয়সা। গত বছর একই প্রান্তিকে প্রতি ইউনিটে ২৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে এই ফান্ডের ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৭ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক, যার পরিমাণ মাইনাস ২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে ক্রয় মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৮ পয়সা, গত বছরের ৩১ মার্চ তা ছিল ১৮ টাকা ৫ পয়সা।
অন্যদিকে গত ৩১ মার্চ, ২০২০ তারিখে বাজার মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৫২ পয়সা, গত বছরের ৩১ মার্চ তা ছিল ৮ টাকা ৯৬ পয়সা।