পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের হেইডেলবার্গ সিমেন্ট লিমিটেড ১৮২ কোটি ৫৮ লাখ টাকায় দুই কোম্পানি অধিগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।
বাংলাদেশে গঠিত প্রাইভেট লিমিটেড কোম্পানি ইমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং ইমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড এই দুই প্রাইভেট কোম্পানির শতভাগ কিনে নেবে হেইডেলবার্গ সিমেন্টে। সেই লক্ষ্যে আল্ট্রাটেক সিমেন্ট মিডইষ্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে আজ ১৩ নভেম্বর কোম্পানিটির চুক্তি স্বাক্ষর হবে।
দুই কোম্পানির অ্যাকুইজেশনের মূল্য ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা ৫৬ পয়সা যা বাংলাদেশি মুদ্রায় ১৮২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ৩৮৪ টাকা ৯২ পয়সা।
শেয়ারবার্তা/ এস আই